উদ্দেশ্য : ১.গণপরিবহনে নিরাপত্তা। ২.প্রত্যেক লোকাল বাসে লিফলেট বিতরণ করা।সাধারণ যাত্রীদের সচেতন করা। ৩.প্রত্যেক বাসের ড্রাইভার, হেল্পার দের ছবি ও বাস নাম্বার সংগ্রহ করা। ৪.প্রত্যেক বাসে স্টিকার লাগিয়ে দেয়া।এই গ্রুপের কাভার পিক যেইটা তা দিয়ে স্টিকা বানানো হবে।ড্রাইভার দের চোখের সামনে লাগিয়ে দিব। ৫.জরুরি ৯৯৯ নাম্বার এ কল দিয়ে পুলিশ কে ইনফর্ম করার গুরুত্ব বুঝানো। ৬.সারা বাংলাদেশে এই কাজ ছড়িয়ে দেয়া। আমাদের কার্যক্রম শুরু হয়েছে…… (রবিবার অর্থাৎ ২২ এপ্রিল ২০১৮ থেকে আমরা প্রচারণায় নামবো) আপাতত ১০,০০০ হাজার লিফলেট ছাপাতে দেয়া হয়েছে।এইটা দিয়ে আমরা আমাদের কাজ শুরু করবো।সবাই যদি এভাবে নিজ উদ্যোগে কাজ করি ১০ লক্ষ লিফ্লেট ছাপিয়ে ১৫০০০ লোকাল বাসে দেয়া খুব কঠিন কাজ না। ১০ হাজার থেকে ১ লাখ ১০ লাখ ধীরে ধীরে ১ কোটি বিলি করা যাবে। অনেক টাকা লাগেনা এই কাজে। প্রথম দিন মিরপুর রোডে কাজ শুরু হবে। যত গুলা সম্ভব লিফ্লেট দিব। বাস এর ড্রাইভার ও হেল্পার দের সাথে সেল্ফি তুলে তা এই গ্রুপে পোস্ট দিব।এই কাজ টি সকল ভাইয়েরা করবেন।আপুদের এই কাজ করার দরকার নেই। যেভাবে পিক আপলোড দিবেন: প্রথমে বাস নাম্বার নিবেন। এরপর হেল্পার ড্রাইভার এর সাথে সেল্ফি নিবেন। এই গ্রুপে পোস্ট দিবেন। তাতে আমরা এদের খুজে পাব সহজে। এভাবে সবাই করলে ঢাকার সব বাসের হেল্পার ড্রাইভার এর পিক থাকবে। যেমনঃ ঢাকা মেট্রো: ক ২০-৭৬৫ #দিশারি / #ডি_লিং (অবশ্যই # ট্যাগ দিবেন, যাতে কেন বাসের হেল্পার/ড্রাইবার সেই বাসের নাম লিখে সার্চ দিলে তাড়াতাড়ি খুজে পাই) এবং দুইটি ছবি দিবেন। একটি বাসের সবার সাথে।একটি হেল্পার, ড্রাইভার দের সাথে। এতে কোন ঘটনা ঘটলে বাসের নাম সার্চ দিয়ে দ্রুত বের করা যাবে।কোন বাসের কোন হেল্পার ড্রাইভার এ কাজ করেছে। যে যখনি কোন লোকাল বাসে চলবেন এই কাজ টি করবেন। প্রতিদিন যদি আমরা এরকম করে হেল্পার ড্রাইভার দের কে বুঝাই তাহলে একদিন না একদিন এরা মানুষ হবেই। ঢাকা শহরে আনুমানিক ১৫০০০ লোকাল বাস আছে।খুব বেশি কষ্ট হবেনা। শুধু বাসের হেল্পার ড্রাইভারদের পিক দিলেই হবেনা। অনেক যাত্রী আছে যারা বাসে নারীদের গায়ে হাত দেয়, আজে বাজে কথা বলে, অনেকেই আছে ব্লেড দিয়ে ড্রেস কাটে, ইত্যাদি দেখলেই পিক তুলে আপ দিবেন। এবং কাহীনি লিখে দিবেন।এছাড়া এদের দমিয়ে রাখা যাবেনা। ”আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে”